রুবাবাকে নিয়ে ইরফানের কুরুচিপূর্ণ পোস্ট, সমালোচনার মুখে ডিলিট
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত বিসিবি পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। এনএসসি বিজ্ঞপ্তি দিয়েছে রুবাবা দৌলাকে পরিচালক মনোনয়ন দিয়ে।
তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের। এছাড়া কাজ করেছেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও।
সোমবার (৩ নভেম্বর) প্রথম বোর্ড সভায় যোগ দেন এ নারী পরিচালক। এরপরই রুবাবা দৌলাকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
ফেসবুকে রুবাবা দৌলার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে তাহলে আর আশা নাই।’
তবে ইরফান সাজ্জাদের ওই পোষ্ট ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। অভিনেতার পোস্টকে নোংরামি বলে মনে করছেন তারা।
এরপর পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে নিয়ে এই তারকা লেখেন, যাই হোক আপনি যদি ভুল বোঝেন আমার কিছু করার নেই। আর পাবলিক তো পাবলিক! কোনো কিছু পোস্ট করলেই তো উল্টোপাল্টা কমেন্ট করে। অনেকে যেহেতু ভুল বুঝেছে তাই আমি পোস্ট সরিয়ে নিচ্ছি।
