কিং খানের জন্মদিনে ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ
আজ ২ নভেম্বর এসআরকে ফ্যানেরা যখন প্রিয় তারকাকে ৬০তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত ঠিক তখন সামাজিক মাধ্যমে নতুন সিনেমার টিজার। জন্মদিনে ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ যেন শাহরুখ খানের ভক্তদের দুই ঈদের খুশি একসঙ্গে দিল!
নিজের ফেসবুকে ছবির টিজার প্রকাশ করেছেন শাহরুখ। যেখানে নতুন লুকে দেখা গেছে তাকে। এক মাথা কাঁচাপাকা চুল, আগ্রাসী ভঙ্গিতে কিং খানকে দেখে অবাক নেটিজেনরা।
এদিকে ‘কিং’ পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়ে ফের শাহরুখের সঙ্গে মিলছেন সিদ্ধার্থ আনন্দ। এই জুটির ম্যাজিক পাঠান সিনেমায় ভালোভাবে উপভোগ করেছেন দর্শক। তাই উত্তেজনার মাত্রা স্বাভাবিকভাবেই বেশি।
এদিকে ‘দ্য আর্চিজ’ দিয়ে সিনেমায় নাম লেখালেও ‘কিং’ দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। জানা গেছে, ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।
শাহরুখ-সুহানা ছাড়াও এ ছবিতে দেখা যেতে পারে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতাদের।
