মা হলেন ক্যাটরিনা কাইফ
বিনোদন ডেস্ক
প্রকাশিত:০৭ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। ছবি- সংগৃহীত
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘর আলো করে এলো নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সুখবরটি জানান ভিকি।
তিনি লিখেছেন, ‘আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।’
পোস্টের সঙ্গে যুক্ত করেন একটি হৃদয়ের ইমোজি।
২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই আলোচনায় ছিলেন এই তারকা দম্পতি। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া; এসব কারণেই বাড়তে থাকে জল্পনা।
