আজ সিডনিতে কনসার্টে গাইবেন প্রীতম হাসান

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০২:৪০ এএম
আজ সিডনিতে কনসার্টে গাইবেন প্রীতম হাসান

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সংগীত সফরে যাচ্ছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এর আগে নাটকের শুটিংসহ নানা কাজে অস্ট্রেলিয়া গেলেও, সংগীতশিল্পী হিসেবে মঞ্চে এটাই তার প্রথম উপস্থিতি। প্রথম সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ।

রোববার (৯ নভেম্বর) সিডনির মঞ্চে পারফর্মের মাধ্যমে শুরু হবে প্রীতম হাসানের এই সংগীত সফর।

জানা গেছে, সিডনি ও মেলবোর্নের কনসার্টে প্রীতম হাসানের সঙ্গে মঞ্চে থাকবেন তার ভাই, জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। দুই ভাইয়ের এই যুগল উপস্থিতি পুরো আয়োজনটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।

‘বেস্ট অব বেঙ্গল’-এর উদ্যোগে আয়োজিত এই সফরের প্রতিটি শহরের টিকিট প্রায় শেষ হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রীতম লিখেছেন, ‘আমরা আবার সফরে ফিরেছি। এবার আমরা অস্ট্রেলিয়ার প্রায় সবখানেই যাচ্ছি—সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড ও পার্থ।’

আয়োজকদের অন্যতম তানিম মান্নান বলেন, ‘দুই ভাই দুটি প্রজন্মের সংগীতকে এক মঞ্চে পরিবেশন করবেন। যেখানে আমরা খালিদ হাসান মিলুর কালজয়ী গান “তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়” কিংবা “সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না”–এর নস্টালজিয়ায় ভাসব, আবার পরমুহূর্তেই প্রীতমের “লাগে উরা ধুরা” বা “দেওরা”র মতো চার্ট–টপার গানে মাতব।’