হিলি দিয়ে কাঁচা মরিচ আমদানি, প্রতি কেজি বিক্রি ১৮০ টাকা


দুর্গাপূজা উপলক্ষে ছয় দিন বন্ধ থাকার পর ইন্ডিয়া থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা দরে। আমদানি করা এসব মরিচ সরবরাহ হচ্ছে ঢাকা, সিলেট ও রংপুরসহ বিভিন্ন জেলা শহরে।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক শাহাবুল বলেন, দুর্গাপূজার ছুটির কারণে গত ৬ দিন বন্ধ ছিল আমদানি-রফতানি বাণিজ্য। ছুটি শেষ হওয়ায় শনিবার (৪ অক্টোবর) ইন্ডিয়া থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আগামী কয়দিনের মধ্যে আমদানি আরও বৃদ্ধি পাবে। আমদানি বৃদ্ধি পেলে কাঁচা মরিচের দাম আরও কমে আসবে।
জানা যায়, আমদানি করা মরিচ আসছে ইন্ডিয়ার মধুপুর, বেল ডাঙ্গা, বিহারসহ বিভিন্ন প্রদেশ থেকে। এসব মরিচ সরবরাহ হচ্ছে ঢাকা, সিলেট ও রংপুরসহ বিভিন্ন হাটবাজারে।
হিলি বন্দরে কাঁচা মরিচ কিনতে আস পাইকার আব্দুল মমিন বলেন, দুর্গাপূজার লম্বা ছুটির কারণে দেশি মরিচের দাম অনেক বেড়ে গেছে। দেশি মরিচ পোর্ট বন্ধের আগে ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে কিনলেও সেই মরিচের দাম বেড়ে দাঁড়ায় ৩৫০ টাকা কেজিতে। এতে মরিচ কেনা-বেচা করা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়।
আরেকজন পাইকার সুমন বলেন, হিলি বন্দর থেকে প্রতি কেজি মরিচ ১৮০ টাকা কেজি দরে এক ট্রাক মরিচ কিনলাম। এসব মরিচ সরবরাহ করা হবে বগুড়াসহ বিভিন্ন জায়গায়।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজামুদ্দিন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিন পর আমদানি ও রফতানি শুরু হয়েছে। এর মধ্যে শনিবার বেলা ২টা পর্যন্ত এ বন্দর দিয়ে ইন্ডিয়া পাঁচ ট্রাকে ৪৯ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। কাঁচা মরিচ যেহেতু পচনশীল পণ্য, তাই শুল্কায়ন পরীক্ষণ শেষে পণ্যটি দ্রুত ছাড়ার সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।