সিডনিতে বুধবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম
সিডনিতে বুধবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো
ছবি : সংগৃহীত

সিডনিতে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো-২০২৫। প্রথমবারের মতো এ আয়োজন সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম। দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা ও বিনিয়োগ সম্ভাবনা জোরদার করতেই এ আয়োজন। দুদিনব্যাপী এক্সপোতে পোশাক শিল্প, কৃষিসহ বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে থাকছে ৫টি সেমিনার।

অস্ট্রেলিয়ার বিশাল আয়তন, অর্থনৈতিক সম্ভাবনা বাংলাদেশের জন্য এক অপার সুযোগের হাতছানি। সম্ভাবনার দাড় উন্মোচনে প্রথমবারের মতো সিডনি ম্যাসোনিক সেন্টারে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিজনেস এক্সপো-২০২৫। বাংলাদেশ থেকে আসা তৈরি পোশাক, চামড়া, পাট, শিপ বিল্ডার্সসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান বাংলাদেশি পণ্য ও সেবা প্রদর্শন করা হবে।
 
শুধু পণ্য প্রদর্শনী নয় দুই দিনে বাংলাদেশের বিভিন্ন খাতের শিল্পের ব্যবসা ও সম্ভাবনা নিয়ে ৫টি সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন দুই দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারের নীতিনির্ধারকরা।
 
প্লাটিনাম অ্যাপারেলের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের এখানে মেলা করার প্রথম উদ্দেশ্যে হলো দেশের বাজার সম্প্রসারণ করার। আশা করছি ভালোই হবে। আর দেশের পণ্যের ব্রান্ড বাড়ানোর যাবে। আমাদের পণ্যেগুলো দেখলে তারা বুঝতে পারবে আমরা কী করতে পারি।
 
গ্রিনফিল্ড বিডির স্বত্বাধিকারী ফরহাদ আহমেদ বলেন, আমাদের জন্য অস্ট্রেলিয়ার মার্কেটটা খুবই ভালো একটা মার্কেট। আমাদের দেশীয় পণ্য এখানে নিয়ে আসা হয়েছে।
 
বুধবার (০১ অক্টোবর) সকালে এক্সপো উদ্বোধন করবেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস বলেও জানান তিনি।
 
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোর যুগ্ম সম্পাদক নাজমুল হাসান বলেন, আমাদের পরিকল্পনা হলো দুই দেশের মধ্যে ব্যবসার পরিবেশ তৈরি করা এটাই উদ্দেশ্য। দুটি দেশই যেন লাভবান হয় এটাই ফোরামের মূল উদ্দেশ্য।
 
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন বলেন, বাংলাদেশে থেকে আরও ৫০টি কোম্পানি এখানে যোগদান করতে আসছে। মূলত দুটি দেশের মধ্যে ব্যবসায়িক সর্ম্পক তৈরি করা।
 
ডিনার ও বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের আয়োজনের পর্দা নামবে। এক্সপোর মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।