পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম
পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে শনিবার (৪ অক্টোবর) থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

দুপুরে ইন্ডিয়ান পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
 
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। তবে আজ শনিবার দুপুর ১২টা থেকে আবারও বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
  
বন্দর এলাকায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।