চট্টগ্রামে পলিথিন, পাহাড় কাটা রোধ এবং হাতি সংরক্ষণে সচিবের সভা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ ঘোষণা মোতাবেক পরিবেশ অধিদপ্তর সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এ অভিযানে ০৬টি মোবাইল কোর্ট ১৩টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে এবং ১১৮ কেজি পলিথিন জব্দ করেছে।
সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নিউমার্কেট ও কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে তিনটি প্রতিষ্ঠানকে ৮,০০০ টাকা জরিমানা আদায় এবং ২৩ কেজি পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।
আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ চট্টগ্রামের সার্কিট হাউসে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা করেন। সভায় পাহাড়কাটা, বন সংরক্ষণ, হাতি সংরক্ষণ, এবং পলিথিন/পলিপ্রোপাইলিন ব্যাগ ব্যবহার রোধে আলোচনা হয়। সভায় বিভাগীয় কমিশনার, প্রধান বন সংরক্ষক, জেলা প্রশাসক, চট্টগ্রামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সচিব আকবরশাহ এলাকার পাহাড় কর্তনের স্থান এবং সুপার মার্কেট পরিদর্শন করেন, যেখানে পলিথিন ব্যাগ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।