1. হোম
  2. খেলাধুলা

বিজয় দিবসের শুভেচ্ছায় যা জানালেন দেশের ক্রীড়াবিদরা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
বিজয় দিবসের শুভেচ্ছায় যা জানালেন দেশের ক্রীড়াবিদরা

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

অন্য সবার মতোই বিজয় দিবস উপলক্ষ্যে নিজ নিজ জায়গা থেকে দেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারা।

জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম লিখেন, লাল-সবুজের পতাকায় লেখা আছে সাহস, ত্যাগ আর স্বাধীনতার ইতিহাস। ১৬ই ডিসেম্বর—বিজয়ের দিনে শ্রদ্ধা জানাই সেই সব বীরকে, যাদের রক্তে রচিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ। বিজয় দিবসের শুভেচ্ছা।

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড পেইজে লিখেন, আমার চেতনা, আমার বিশ্বাস, আমার পুরো সত্তা জুড়ে আছে এই দেশ। এই দেশেই জন্ম, এই দেশেই হোক শেষ। ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশবাসী সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।

জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেইজে লিখেন, আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি দোয়া করি আল্লাহ আমাদের দেশকে নিরাপদ রাখুন এবং আমাদের সবাইকে সাহায্য করুন। আমি একজন গর্বিত বাংলাদেশি। মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম।Assalamu alaykum. Warm wishes to everyone on Victory Day. I pray that Allah keeps our country safe and grants help to us all. I am a proud Bangladeshi. Respect and salute to the freedom fighters.

জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল শুভেচ্ছা বার্তায় বলেন, বিজয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাক বাংলাদেশ। 

বিজয় দিবসের শুভেচ্ছায় আরেক পেইস সেনসেশন তাসকিন আহমেদ লিখেন, বিজয়ের শুভেচ্ছা। যাদের ত্যাগে লাল-সবুজের পতাকা উড়ছে আজ, সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

Happy Victory Day With deepest respect to the brave freedom fighters whose sacrifices allow our red and green flag to fly with pride today.

একটি ছবি পোস্ট করে জাতীয় দলের তরুণ ওপেনার তানজীদ হাসান তামিম ক্যাপশনে লিখেন, মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস তার ফেসবুকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেন, ১৬ই ডিসেম্বর আজ, মহান বিজয় দিবস। অগণিত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের পরিচয়। এই চেতনায় দেশকে ভালোবাসি, দেশকে এগিয়ে নিই।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। Wishing everyone a Happy Victory Day.

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লিটন দাস স্ট্যাটাস দেন, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ✌️ Happy Victory Day #LKD16

জাতীয় দলের সাবেক তারকা শাহরিয়ার নাফিস লিখেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ এর সেই বিজয় আমাদের বারবার মনে করায় আমারা জিতেছিলাম, আমরা ভবিষ্যতেও জিতবো ইনশাআল্লাহ। বাংলাদেশ হারেনি বাংলাদেশ হারবে না ইনশাআল্লাহ। যাদের আত্মত্যাগে ও সম্ভ্রমের বিনিময়ে এই দেশ তাদের শ্রদ্ধাঞ্জলী।

রুবেল হোসেনের মতে, ৫৪ বছর আগে রক্তে লেখা হয়েছিল স্বাধীনতা, বিজয় শুধু একটি দিন নয়, বিজয় আমাদের পরিচয়। ১৬ ডিসেম্বর, বিজয়ের দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা… যতদিন বাংলাদেশ থাকবে, বিজয়ের গল্প বেঁচে থাকবে।

জাতীয় দলের তরুণ ফুটবলার রাকিব হোসেন বাংলাদেশের জয়ের একটি ছবি পোস্ট করে লিখেন, Freedom won. Pride worn. Bangladesh forever. Happy Victory Day, Bangladesh.