1. হোম
  2. সারাদেশ

সন্ধান মিলল নিখোঁজ এনসিপি নেতার বাবার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০১ এএম
সন্ধান মিলল নিখোঁজ এনসিপি নেতার বাবার

এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকা মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে চুয়াডাঙ্গা থেকে উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কামরুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা।

জেলা ডিবি সূত্র নিশ্চিত করেছে, তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন শ্যামপুর জোড়া বটতলার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।

গত ৮ ডিসেম্বর কামরুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। নিখোঁজ হওয়ার ঘটনায় তার ছেলে তামিম ইসলাম ১০ ডিসেম্বর মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হলে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম বলেছেন, তিনি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তবে এ ঘটনার সঙ্গে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা আছে কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু হবে।

এদিকে, কামরুল ইসলামকে সুস্থ অবস্থায় উদ্ধারের খবরে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। এনসিপি নেতা তামিম ইসলাম মেহেরপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং মেহেরপুর সদর থানায় করা পূর্বের জিডিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান।