হাদিকে হত্যাচেষ্টা
তদন্তে নতুন মোড়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে ছোড়া গুলিতে ব্যবহৃত অস্ত্রের ম্যাগজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র্যাবের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
র্যাবের ওই সূত্রটি আরও জানিয়েছে, এ ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসস্থানের নিকটবর্তী একটি এলাকা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়েছে।
এদিকে, নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন ব্যক্তি ময়মনসিংহ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে।
সূত্রটি নিশ্চিত করেছে যে সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর গত শুক্রবার (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সূত্র অনুযায়ী, হামলার ঘটনার পরপরই তারা প্রথমে একটি ব্যক্তিগত গাড়িতে করে মিরপুর থেকে আশুলিয়া এবং পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছায়। ময়মনসিংহে পৌঁছে তারা সেই ব্যক্তিগত গাড়ি পাল্টে অন্য একটি গাড়িতে ধারাবাজার পেট্রোল পাম্প পর্যন্ত যায়।
সেখান থেকে একজন স্থানীয় ব্যক্তির সহায়তায় তারা মোটরসাইকেলে ভুটিয়াপাড়া সীমান্তে পৌঁছায় এবং সীমান্ত পার হয়ে ভারতে চলে যায়। ভারতে অপর একজন ব্যক্তি তাদের গ্রহণ করে বলে জানা যায়।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত কয়েকদিন ধরে সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে অবস্থার উন্নতি না হওয়ায় এবং আশঙ্কাজনক অবস্থায় থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে।
আরও খবর
মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরূদ্ধে সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
হাদির অবস্থা এখনও সংকটাপন্ন
সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা
নতুন ডিজি পেল ভূমি রেকর্ড, আরডিএ, হাইড্রোকার্বন ইউনিট ও ডিএনএ ল্যাব