মায়ের কোল থেকে ছিটকে পড়ে বাসচাপায় শিশুর মৃত্যু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৯ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পিএম
মায়ের কোল থেকে ছিটকে পড়ে বাসচাপায় শিশুর মৃত্যু

মায়ের কোল থেকে ছিটকে পড়ে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মারিয়া আক্তার যুথি (৭)। ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যান চালক। পরে পুলিশ বাসটি আটক করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

যুথির মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। 

ঘটনাস্থলে থাকা মাহাবুব ইসলাম নামে এক যুবক জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক ছিলেন যুথির নানা। যুথি ও আরেক সন্তানকে নিয়ে তার মা রিকশায় বসে ছিলেন। তারা মেহেরচণ্ডীর দিক থেকে এসে ভদ্রামোড়ে গোল চত্বর পার হচ্ছিল। এ সময় নগরীর তালাইমারীর দিক থেকে ছেড়ে আসা একটি বাস অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে যুথি ছিটকে পরে সড়কের ওপরে পড়ে যায়। এ সময় বাসের চাকা যুথির শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই যুথির মৃত্যু হয়।

এ ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পরে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ভদ্রা মোড়ের বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে। সড়কের ওপরে যানবাহনের ভাঙা কাচ পড়ে আছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।