1. হোম
  2. সারাদেশ

নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সূর্যের দেখা নেই

Bangla Post Desk
নওগাঁ সংবাদদাতা
নওগাঁ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সূর্যের দেখা নেই
নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ছবি- সংগৃহীত

কয়েকদিন ধরেই নওগাঁয় শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশায় সকালে বৃষ্টির মতো পানি ঝরছে, ঝিরঝির কুয়াশায় ভিজে যাচ্ছে রাস্তাঘাট। দিনভর কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন।

রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা দুই দিন ধরে মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা থাকায় সূর্যের দেখা মিলছে না। এ কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে। তিনি খুব প্রয়োজন ছাড়া ভোরের দিকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন।

এদিকে শীতের প্রকোপে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত দুই দিন ধরে কুয়াশার আড়ালে সূর্য ঢাকা থাকায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।

এর সঙ্গে হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন

বিপি/ এএস

ট্যাগ: শীত