গিয়াস উদ্দিন তাহেরি
‘নির্বাচনে এসেছি আপনাদের ভালোবাসায়’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের সমর্থনপ্রাপ্ত আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনি কার্যক্রমের সূচনা করেন।
মাজার জিয়ারতের পরে সংক্ষিপ্ত বক্তব্যে গিয়াস উদ্দিন তাহেরি বলেন, ‘আমি নির্বাচিত হলে চুনারুঘাট-মাধবপুর উপজেলার অবহেলিত চা শ্রমিকদের কল্যাণ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের এলাকার জামাই। নিশ্চয়ই আপনারা আমাকে ভালোবাসা দেবেন। আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি এবং আপনারা আমাকে সেই ভালোবাসায় রাখতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ অন্যান্য নেতাকর্মীরা।
আরও খবর
‘ভারতের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই হত্যার শিকার হয়েছেন’
অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন কপিল কৃষ্ণ মন্ডল
সীমান্তে এবার বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সূর্যের দেখা নেই
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার