1. হোম
  2. সারাদেশ

ট্রলির চাপায় শিশুর মৃত্যু

Bangla Post Desk
পটুয়াখালী (বাউফল) সংবাদদাতা
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম
ট্রলির চাপায় শিশুর মৃত্যু
ছবি- সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে অবৈধ যান মাহেন্দ্রাট্রলির চাপায় ৪ বছর বয়সী হাফসা ইসলাম নিহত হয়েছেন। হাফসা উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আমিন খান ও জেবিনা আক্তারের কন্যা।

গত রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালিশুরি স্লোব হাসপাতালের সামনে একটি ইটবাহি মাহেন্দ্রাট্রলি হাফসাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে স্থানীয়রা মীম ব্রিক ফিল্ড থেকে মাহেন্দ্রাট্রলির চালক রফিক ও তার সহকারী রিফাতকে আটক করে পুলিশকে সোপর্দ করে। ওই ট্রলি মীম ব্রিক ফিল্ডের মালামাল পরিবহন করত।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিপি/ এএস

ট্যাগ: মৃত্যু