1. হোম
  2. সারাদেশ

জামায়াত কর্মীকে হত‍্যার হুমকি দিয়ে চিরকুট

Bangla Post Desk
কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
জামায়াত কর্মীকে হত‍্যার হুমকি দিয়ে চিরকুট
ছবি- সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাড়িতে দুর্বৃত্তরা হত্যার হুমকি দিয়ে একটি চিরকুট রেখে গেছে, যা তার পরিবারে আতঙ্ক সৃষ্টি করেছে।

দুর্বৃত্তরা সাদা কাগজে লাল কালি দিয়ে একটি পুতুলের ছবির মধ্যে ইংরেজিতে ‘আই কিল ইউ’ লেখা চিরকুটটি বাসার বেলকনিতে রেখে যায়। ঘটনার পর শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী পরিবার ভূরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

ভুক্তভোগী শাহ আলম জানান, তার স্ত্রী মমতাজ বেগম চিরকুটটি সন্ধ্যায় দেখেন। এরপর তিনি বাসায় গিয়ে বিষয়টি দেখে রাতেই থানায় জিডি করেন। তিনি বলেন, ‘পরিবার নিয়ে আমরা আতঙ্কিত অবস্থায় রয়েছি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলম পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদরাসা পরিচালনা করেন এবং প্রতিষ্ঠানের পাশে ভাড়া বাসা ভাড়া নিয়েছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যেহেতু চিরকুটে কোনো নাম উল্লেখ করা হয়নি, তাই আমরা সকল সম্ভাব্য দিক বিবেচনা করে তদন্ত চালাচ্ছি।

বিপি/ এএস