1. হোম
  2. সারাদেশ

ফেরিতে মাঝনদীতে ট্রাকের ধাক্কা,নিহত ৩

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
ফেরিতে মাঝনদীতে ট্রাকের ধাক্কা,নিহত ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তাবলী ঘাটে ফেরি পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় পাঁচটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ধলেশ্বরী নদীর মাঝপথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভ্যানচালক স্বাধীন, প্রবাসী মাসুদ (অটোরিকশা যাত্রী) এবং মোটরসাইকেল চালক রফিক মিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২০টি যানবাহন নিয়ে বক্তাবলী ঘাট থেকে একটি ফেরি নদীর অপর পাড়ে যাচ্ছিল। ফেরিটি যখন নদীর মাঝখানে পৌঁছায়, তখন হঠাৎ একটি ট্রাকের চালক ইঞ্জিন চালু করেন। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ভ্যান ও দুটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রাকসহ পাঁচটি যানবাহনই ফেরি থেকে ধলেশ্বরী নদীতে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর অটোরিকশা ও মোটরসাইকেলের বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও স্বাধীন ও মাসুদ নিখোঁজ হন। খবর পেয়ে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। রাত ২টার দিকে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, মোটরসাইকেল চালক রফিক মিয়াকে গুরুতর আহত অবস্থায় নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান জানান, নিহত তিনজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের গিয়ারবক্সের ত্রুটি কিংবা চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে পানিতে তলিয়ে যাওয়া যানবাহনগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।’

ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।