Daily Bangla Post
  1. হোম
  2. সারাদেশ

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বিক্রয় কর্মকর্তা নিহত

Bangla Post Desk
নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বিক্রয় কর্মকর্তা নিহত
ছবি- বাংলাপোস্ট

নোয়াখালী সদরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাইনউদ্দিন (৩৭) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. মাইনউদ্দিন সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ কোম্পানির আঞ্চলিক কর্মকর্তা ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চরমজিদ গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাবাসহ স্থানীয় জোবায়ের বাজার যান মাইনউদ্দিন। ওই বাজারে বাবাকে রেখে তিনি মোটরসাইকেলে করে কুমল্লিা কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে সুবর্ণচরগামী একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইনউদ্দিন গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সুধারাম থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি গণমাধ্যম কর্মীদের থেকে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।