Daily Bangla Post

সিলেট সীমান্তে বাড়ানো হলো নজরদারি

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
সিলেট
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ এএম
সিলেট সীমান্তে বাড়ানো হলো নজরদারি

ইনকিলাব মঞ্চের মুখমাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারী যেন সীমান্ত পার করতে না পারে, সে কারণে সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সিলেট ৪৮, জকিগঞ্জ ১৯ এবং বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধীনস্থ সীমান্তবর্তী বিওপি এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি একাধিক বিশেষ টহল কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজিবি ১৯ ও ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দেশের অভ্যন্তরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সীমান্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে সন্দেহভাজনদের ছবি প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিতে অনুরোধ জানানো হচ্ছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, ‘সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিতে একাধিক বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং সর্বাত্মক তল্লাশি অভিযান চলমান রয়েছে। নিয়মিত ১৫টি টহলের পাশাপাশি নিরাপত্তা জোরদারে আরও ১৫টি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।’