দিল্লির ষড়যন্ত্রেই ৫৪ বছরে বুদ্ধিজীবী হত্যার বিচার হয়নি
বাংলাপোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ এএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
কেবল দিল্লির ষড়যন্ত্রেই স্বাধীনতার ৫৪ বছরে বুদ্ধিজীবী হত্যার তদন্ত ও বিচার হয়নি বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াতকে জড়িয়ে সবসময় বয়ান চালিয়ে নেওয়ার জন্যই এমনটা করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে জামায়াতের উত্তর মহানগরীর উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছে সেই তথ্য থাকার কারণে তাকেও গুম করা হয়েছিল।
এ সময়, শেখ হাসিনাকে ফেরত দিয়ে আন্তর্জাতিক আইন মেনে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে বলেন জামায়াত নেতা।