হাদির পর টার্গেট কে, প্রশ্ন রাশেদ খানের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। মাথায় গুলি খেয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় এই জুলাই যোদ্ধা।
এদিকে হাদি ছাড়াও আরও বেশ কয়েকজন জুলাই যোদ্ধাকে হত্যার টার্গেটে রাখা হয়েছে বলে খবর ছড়িয়েছে। এ বিষয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। হত্যাকারীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, ওসমান হাদির পর টার্গেটে কে?
রোববার (১৪ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ওই প্রশ্ন তোলেন রাশেদ খান।
তিনি বলেন, ফেসবুকে দেখলাম একটি হিট লিস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে আমাকে লিস্টে রাখা হয়েছে। এটি দেখে আমার অনেক হিতাকাঙ্ক্ষী আমাকে সাবধানে ও সতর্ক থাকতে বলছে। কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে তো আমার স্বাভাবিক কাজ বন্ধ করে রাখার সুযোগ নেই। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এসব লিস্ট সঠিক কিংবা বেঠিক হোক, সেখানে তরুণদের এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের নাম-তালিকা দেখা যাচ্ছে।
রাশেদ খান বলেন, আমার ধারণা আমাদের ভয় দেখাতে ও চুপ রাখতে এসব হিট লিস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা বন্ধ করে দিতে পারিনা। আমার ভাই ওসমান হাদির অবর্তমানে হাজারো ওসমান হাদি দাঁড়িয়ে যাবে, ইনশাআল্লাহ।
মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, বাংলাদেশকে পরিপূর্ণ ভারতীয় আধিপত্যবাদমুক্ত করতেই হবে, ইনশাআল্লাহ। এতে মৃত্যু হলেও, সেই মৃত্যুকে আমাদের আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকতে হবে, ইনশাআল্লাহ। তৈরি হও হে' জোয়ান, আমাদের এই লড়াই মুক্তির লড়াই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই।
আরও খবর
‘যারা স্বাধীনতাপ্রিয় জনগণকে ভয় দেখাতে চায়, তারা অবশ্যই ব্যর্থ হবে’
সিইসির বক্তব্যে ক্ষুব্ধ হয়ে যা বললেন জামায়াত আমির
লন্ডনে তারেক রহমানের জনসভা কাল
হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় মহিউদ্দিন রনি
দিল্লির ষড়যন্ত্রেই ৫৪ বছরে বুদ্ধিজীবী হত্যার বিচার হয়নি