চাচাতো ভাইকে ঘুম থেকে তুলে পিটিয়ে হত্যার অভিযোগ

Bangla Post Desk
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
চাচাতো ভাইকে ঘুম থেকে তুলে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহত আব্দুর রহিম শেখ (৪০)। ছবি: বাংলাপোস্ট

নওগাঁর আত্রাইয়ে আব্দুর রহিম শেখ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ২৪ নভেম্বর রাতে বাড়ি থেকে ডেকে তুলে মারপিটের পর হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

বুধবার (২৬ নভেম্বর) ময়নাতদন্ত শেষে সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

নিহত রহিম শেখ উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় পশ্চিমপাড়া গ্রামের মৃত হাজের শেখের ছেলে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের স্ত্রী মর্জিনা বিবি জানান, গত প্রায় ১৫ বছর আগে চাচাতো ভাই আব্দুল খালেক শেখের কাছে তিন শতক বাড়ির জায়গা বিক্রি করে আব্দুর রহিম। দীর্ঘ বছর পর ওই জায়গা নামজারি করার জন্য খালেক শেখ আব্দুর রহিমের কাছে গত ২২ নভেম্বর জমির কিছু কাগজপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চায়। আব্দুর রহিম চাচাতো ভাইকে জানায়- ২/৩ দিন পরে কাগজপত্র দেবেন। এমন কথা শুনে চাচাতো ভাই খালেক ক্ষিপ্ত হয়ে চলে যায়। এর পর সোমবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১০টার দিকে খালেক শেখ এবং ভাতিজা আরিফ ও বারিকসহ ১৩/১৪ জন এসে ঘুম থেকে ডেকে তোলে রহিমকে। এ সময় রহিম শেখ দরজা খুলে বাড়ির বাইরে বের হলে আবারও জমির কাগজপত্র চায় তারা। এ সময় কাগজ দিতে না পারায় আব্দুর রহিমকে লোহার শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে গুরুতর জখম করে তারা। এ সময় রহিমের অসুস্থ বৃদ্ধ মা রবিজান বেওয়া কোনো রকমে এগিয়ে এলে তাকেও মারপিট করে এবং ছেলে রকিবুলকেও মারপিট করে।

পরে স্থানীয় লোকজন এসে রহিমকে উদ্ধার করে আত্রাই উপজেলা হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার বিকেলে রহিম শেখের মৃত্যু হয়।

মর্জিনা বিবি আরও জানান, সেখানেই বুধবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে এনে মাগরিবের নামাজের একটু আগে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই রহিম শেখের বড় বোন মরিয়ম বিবি বাদী হয়ে ভাতিজা আরিফ ও বারিকসহ এজাহার নামীয় ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে আত্রাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ওসি মুনসুর রহমান বলেন, আব্দুর রহিমকে হত্যার অভিযোগে বোন মরিয়ম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।