২৩ কোটি টাকায় ৪৪ লাইব্রেরি নির্মাণ, উপদেষ্টার উদ্বোধন

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
২৩ কোটি টাকায় ৪৪ লাইব্রেরি নির্মাণ, উপদেষ্টার উদ্বোধন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

দেশের ১১ জেলার ৪৪টি উপজেলায় উপজেলা পরিষদের অধীনে নির্মিত নতুন পাবলিক লাইব্রেরিগুলোর উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ লাইব্রেরিগুলো উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে, গত ১৯ জুন এসব লাইব্রেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ পাবলিক লাইব্রেরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নকশা ও প্রাক্কলন অনুযায়ী এসব ভবন নির্মাণ করা হয়েছে।

রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও গাইবান্ধা—এই আট জেলার ৪১টি উপজেলায় লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ জেলার ফুলপুর, কুমিল্লার মুরাদনগর এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলায়ও নতুন লাইব্রেরি স্থাপন করা হয়েছে। মোট সংখ্যা ৪৪।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, প্রতিটি লাইব্রেরি নির্মাণে ব্যয় হয়েছে ৫৩ লাখ টাকা। সব মিলিয়ে ৪৪টি লাইব্রেরি নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি ৩২ লাখ টাকা।

তিনি বলেন, ‘এমন এলাকায় লাইব্রেরি নির্মাণ করা হয়েছে যেখানে শিক্ষার হার জাতীয় গড়ের তুলনায় কম। এই লাইব্রেরিগুলো শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে। উত্তরবঙ্গের উন্নয়ন বৈষম্য কমাতে বর্তমান সরকার কাজ করছে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘লাইব্রেরি শুধু বই রাখার স্থান নয়—এগুলোকে আমরা জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীল চিন্তার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীরা এখানে শুধু বই পড়বে না, জ্ঞান অর্জন করবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে বড় হবে।’

নতুন লাইব্রেরিগুলোতে জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় লাইব্রেরিগুলো পরিচালনা করবে।

এ ছাড়া তিনি জানান, লাইব্রেরির বইসহ প্রয়োজনীয় উপকরণ কেনার জন্য ৪৪টি উপজেলা পরিষদকে স্থানীয় সরকারের বিশেষ বরাদ্দ থেকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।