এবারে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পুরো বাসটি ভস্মীভূত হয়ে গেছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে শনিবার (১৫ নভেম্বর) ভোর ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে নাফ পরিবহনের মিনিবাসটি মহাসড়কের ওপর পার্কিং করে চালক চলে যান। সারারাত বাসটি সেখানেই ছিল। তবে ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া উঠতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে বাসটির ভেতরের সব সিট ও কাঁচ পুড়ে যায় এবং ব্যাপক ক্ষতি হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম এ বিষয়ে বলেন, ‘অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, নাকি বাসের যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লেগেছে—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
