জম্মু কাশ্মিরে থানায় বিস্ফোরণ, নিহত ৯
জম্মু কাশ্মিরের শ্রীনগরের নওগাম থানার ভেতরে একটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সেই ঘটনায় ৯ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা গেছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর দেয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে থানার বিস্ফোরক রাখার কক্ষে। এতে থানার ভেতরে তীব্র গতিতে আগুন ছড়িয়ে পড়ে। থানার চত্বরে রাখা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং আশপাশের বড় এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়।
এনডিটিভির দেয়া তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই পুলিশ এবং ফরেন্সিক দলের সদস্য।
ফরেনসিক ডিপার্টমেন্টের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় জে-কে পুলিশ ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি যৌথ দল সম্প্রতি ফরিদাবাদ (হরিয়ানা) থেকে উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেটসহ বিভিন্ন বিস্ফোরক পরীক্ষা করছিল। ঠিক কী কারণে কী ভাবে বিস্ফোরণ ঘটল, গাফিলতি কার, এখনো তা স্পষ্ট নয়।
কিছু দিন আগেই হরিয়ানার ফরিদাবাদ এবং উত্তরপ্রদেশের সাহারানপুরে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করেছিল জম্মু কাশ্মীরের পুলিশ। অভিযান থেকে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। এতে ছিল বোমা তৈরির সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র।
শুধু ফরিদাবাদ থেকেই পুলিশ উদ্ধার করে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। পরীক্ষার জন্য তা কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল। রাখা হয়েছিল নওগাম থানায়। সেখানেই বিস্ফোরণ ঘটেছে।
তদন্তকারীদের একাংশের অনুমান, এই বিস্ফোরক পদার্থগুলোই দিল্লির লালকেল্লার সামনের বিস্ফোরণে ব্যবহৃত হয়ে থাকতে পারে। যে গাড়িটি দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল, সেটি ফরিদাবাদ থেকেই এসেছিল।
