আওয়ামী লীগ নেতা আরাফাত গ্রেপ্তার
বাংলা পোস্ট ডেস্ক
ছবি- সংগৃহীত
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আরাফাত রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরাফাত রহমান ইউনিয়নের চরআবদানী এলাকার মৃত কাদের সিকদারের ছেলে। তিনি সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ফজলুল হক অ্যাভিনিউ থেকে আরাফাত রহমানকে গ্রেপ্তার করে। বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
