এবার 'পদ্মা বাঁচাই’ স্লোগানে বিএনপির গণসমাবেশ
তিস্তার পর এবারে ‘পদ্মা বাঁচাই’ স্লোগানে গণসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। চাপাইনবাবগঞ্জে তারা আয়োজন করেছে এই গণসমাবেশের।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, মহানন্দার পাড়ে সংক্ষিপ্ত কর্মসূচিতে যোগ দেবেন তিনি। গণসমাবেশে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের বিএনপি'র মনোনীত প্রার্থীরাও।
আয়োজকদের দাবি, যুগ যুগ ধরে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ। যে কারণে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী শুকিয়ে যাচ্ছে। সেই সঙ্গে, বর্ষায় পদ্মার ভয়াবহ ভাঙনে হারিয়ে যাচ্ছে হাজারো বসতবাড়ি। নাব্য সংকট ও ভাঙনকবলিত মানুষের এই দীর্ঘদিনের দুর্দশার প্রতিবাদে তারা আয়োজন করেছে এই গণসমাবেশ।
এর আগে উত্তরবঙ্গের তিস্তা নদীর ন্যায্য পানির দাবীতে চলতি বছর একাধিক কর্মসূচি পালন করতে দেখা গেছে দলটিকে।
