১০ ফুট লম্বা কুমির ধরা পড়ল ইছামতী নদীতে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম
১০ ফুট লম্বা কুমির ধরা পড়ল ইছামতী নদীতে
ছবি : সংগৃহীত

প্রায় এক মাস ধরে একটি কুমির দেখা যাচ্ছিল মানিকগঞ্জের ইছামতী নদীতে। অবশেষে কুমিরটি ধরা পড়েছে স্থানীয়দের তৈরি ফাঁদে।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ১০ ফুট লম্বা কুমিরটি ধরেন কয়েকজন যুবক। গতকাল শনিবার বন বিভাগ কুমিরটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় লোকজন জানান, প্রায় এক মাস ধরে কুমিরটি নদী পারের মানুষের মনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আশপাশের গ্রামবাসী নদীতে গোসল, মাছ ধরা ও নৌকা চালানো বন্ধ করে দেন। মানুষের কোনো ক্ষতি করতে না পারলেও কুমিরটির পেটে গেছে স্থানীয়দের অনেক হাঁস।

শনিবার কুমিরটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, কেউ আবার সেলফি তোলার চেষ্টা করেন।

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের ইছামতী নদীতে কুমিরটি কয়েকবার দেখা যায়। গত শুক্রবার রাতে স্থানীয় যুবকরা চৌকিঘাটা এলাকা থেকে কুমিরটি আটক করেন। শনিবার ঢাকার বন্যপ্রাণী বিশেষজ্ঞ দল কমিরটি উদ্ধার করে নিয়ে গেছে।

ঢাকা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দিয়ে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে।