কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ায় জোটের প্রার্থী আসে কেন: রুমিন ফারহানা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০২:০০ এএম
কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ায় জোটের প্রার্থী আসে কেন: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন। কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ায় জোটের প্রার্থী আসে কেন। ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন হয় না কেন। আমরা কি ভোট দিতে কার্পণ্য করি? আমরা কি ভোটের বাক্স ভরে দেই না। তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়া প্রতি এই অবহেলা। এসবের সমুচিত জবাব দেবে আমার এলাকার জনগণ।’

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয়দের উদ্দেশে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, ‘আপনারা প্রার্থী দেখে ভোট দেবেন। আপনারা দেশের মালিক। জনগণ দেশের মালিক। নিজের মালিকানা অন্যের কোথায় আরেকজনের হাতে, ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনার যদি আমার পাশে থাকেন, আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা।’

রুমিন বলেন, ‘অনেকেই বলবে উনাকে (রুমিনকে) এইডা দেওয়া হবে, সেটা হবে। আমি বলি আমার এলাকার মানুষের ভোট ছাড়া, আমি কারও কিছু আর চাই না। আপনাদের মাটির সন্তান আমি, আপনাদের পাশে আছি, আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।’

তারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লার সভাপতিত্বে সংবর্ধনা ও পরিচিতি সভার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া। অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয় ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইয়াহিয়া মাসউদ। সভাকে কেন্দ্র করে বিকাল থেকেই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন।