দুই উপদেষ্টার পদত্যাগ দাবি আন্দোলনরত শিক্ষকদের
তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিপেটায় শনিবার (৮ নভেম্বর) আহত হয়েছেন শতাধীক শিক্ষক। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।
রোববার (৯ নভেম্বর) কর্মবিরতির প্রথম দিনে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক সংবাদবিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়।
উল্লেখ্য¸ পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে শাহবাগের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দেন।
কিন্তু বিপত্তি বাঁধে শাহবাগ থানার সামনে এসে। প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।
এতে করে ১২০ শিক্ষকসহ বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন।
শাহবাগ থেকে ছত্রভঙ্গ হয়ে ফের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষকেরা। সেখান থেকেই দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন তারা।
