৫০ টাকা দরে সিদ্ধ চাল, ৪৯ টাকায় আতপ আর ৩৪ টাকা দরে ধান কিনবে সরকার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০২:২২ পিএম
৫০ টাকা দরে সিদ্ধ চাল, ৪৯ টাকায় আতপ আর ৩৪ টাকা দরে ধান কিনবে সরকার
ছবি : সংগৃহীত

চলতি আমন মৌসুমে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে ৬ লাখ টন সিদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল ও ৫০ হাজার টন আমন ধান কেনা হবে।

প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও ধান ৩৪ টাকা দরে কেনা হবে।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

খাদ্য উপদেষ্টা বলেন, কৃষকের স্বার্থ মাথায় রেখে আমরা ধানের দাম নির্ধারণ করেছি। কৃষকের উৎপাদন খরচ ওঠার সঙ্গে সঙ্গে কিছু লাভও যুক্ত করা হয়েছে।

আমন সংগ্রহ কর্মসূচি আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন আলী ইমাম মজুমদার।

অর্থ উপদেষ্টা জানান, চালের দাম মোটামুটি সহনীয়ই বলবো। খাদ্যে মূল্যস্ফীতি ও কিছুটা কমেছে। নন বাসমতি চাল আমরা আনছি। 

তিনি বলেন, আমরা সার্বিকভাবে মনে করি খাদ্য পরিস্থিতিটা সন্তোষজনক। যাওয়ার আগে হয়তো আমরা একটা ভালো পরিস্থিতি রেখে যেতে পারবো।