নিয়ন্ত্রণে টঙ্গীর তুলার গুদামের আগুন

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৮ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
নিয়ন্ত্রণে টঙ্গীর তুলার গুদামের আগুন
ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রচেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের টঙ্গীর তুলার গুদামের আগুন। বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। 

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় টিনশেডের তৈরি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন।

এসময় স্থানীয়রা কালো ধোঁয়া দেখে ছুটে আসে আগুন নেভাতে। আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ৯৯৯ এ কল দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আসে ঘটনাস্থলে।

দুই ঘণ্টার প্রচেষ্টায় বেলা ১টার দিকে অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। 

কিভাবে আগুনের সূত্রপাত সেটি এখনও জানা জায়নি। তদন্তের পর সেটি জানা যাবে বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।