পুলিশের সহযোগিতায় পরিবার ফিরে পেলো হারিয়ে যাওয়া শিশু


ফরিদপুরের ভাঙ্গা থানার সামনে থেকে পাওয়া রোজা নামে ৫ বছর বয়সী শিশুটিকে অবশেষে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় ভাঙ্গা থানা পুলিশ শিশু রোজাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
রোজা ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার রতন শেখের মেয়ে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তাকে পেয়ে স্থানীয়রা পুলিশের কাছে দেন।
পুলিশ জানায়, পুলিশ বিভিন্ন থানা ও পুলিশের গ্রুপসহ বিভিন্ন স্থানে তার পরিবারের সন্ধানের জন্য চেষ্টা চালায়। স্থানীয় বিভিন্ন ফেসবুক পেজ থেকে তার পরিবারের সন্ধানের জন্য পোস্ট করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, মেয়েটির বাবা একজন বাসচালক। গতকাল মেয়েটি বাসা থেকে সবার অজান্তে একটি বাসে উঠে চলে আসে এবং ভাঙ্গা বাসস্ট্যান্ডে নামে। স্থানীয়রা তাকে একা দেখে থানায় নিয়ে আসে। পরে তাকে থানায় সযত্নে রাখা হয়। তার পরিবারের সন্ধান পেয়ে আজ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।