তারেক রহমানকে রাজনীতি থেকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ ফখরুলের


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশীয় জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরাতে পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে একদল দুষ্টচক্র অপপ্রচারে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, ‘একটি বিষয় আমাদের মনে রাখতে হবে—টার্গেট করে একটি অপপ্রচার চালানো হচ্ছে। এর পেছনে রয়েছে একটি নির্দিষ্ট ষড়যন্ত্র, যার লক্ষ্য বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং উদীয়মান ও সম্ভাবনাময় নেতা তারেক রহমানকে রাজনীতি থেকে সরানো ও হেয় করা।’
রবিবার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপিপন্থী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সম্পাদিত ‘তারেক রহমান: বাংলাদেশ আশার নাম’ শীর্ষক গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এ অনুষ্ঠানে।
ফখরুল বলেন, বিএনপি বর্তমানে একটি সুপরিকল্পিত, ভয়াবহ ও বিপজ্জনক সাইবার আক্রমণের মুখে পড়েছে, যা দলকে হেয় ও দুর্বল করার জন্য নানা দিক থেকে চালানো হচ্ছে।
‘সবচেয়ে আশঙ্কার বিষয় হলো—প্রথমবারের মতো আমাদের নেতা তারেক রহমানকে নাম উল্লেখ করে সরাসরি টার্গেট করা হচ্ছে। তাকে নিয়ে অনেক কিছু ছড়ানো হচ্ছে, যাতে করে তার সুনাম ক্ষুণ্ণ হয়। এটি অত্যন্ত উদ্বেগজনক,’ বলেন তিনি।
এ পরিস্থিতিতে তরুণ নেতাকর্মীদের সঠিকভাবে শিক্ষা ও রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘তাদেরকে বিএনপির রাজনৈতিক আদর্শ গভীরভাবে জানতে হবে এবং তা ধারণ করতে হবে। তা না হলে, তারা রাজনীতিতে নিজেদের সঠিক অবস্থান খুঁজে পাবে না।’
তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ব্যস্ত থাকায় আমাদের অনেক নেতাকর্মী এই সময়ের মধ্যে নিজেদের রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ করতে পারেননি। না হলে আজ আমরা যেসব কথা শুনছি, সেগুলো শুনতে হতো না।’
সাইবার জগতে জাতীয়তাবাদী তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে এবং আরও বেশি তরুণকে সম্পৃক্ত করে মেধাভিত্তিক রাজনৈতিক চর্চার আহ্বান জানান ফখরুল।
তিনি বলেন, ‘বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হলো—আমাদের লোকেরা পড়তে চায় না। এই অভ্যাস বদলাতে হবে। আমাদের পড়তে হবে। যত বেশি পড়ব, তত বেশি জ্ঞান অর্জন করব, ততই শক্তিশালী হয়ে লড়তে পারব। আমাদের সব কিছু নিয়েই পড়তে হবে। জানতে হবে তারা কী বলছে, এবং কীভাবে জবাব দিতে হবে।’
তিনি বলেন, বুদ্ধিমত্তা ও মেধার ভিত্তিতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। ‘মেধার কোনো বিকল্প নেই। সেই মেধা দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তরুণ সাইবার যোদ্ধাদের মেধা দিয়ে সামনে এগিয়ে আসতে হবে।’
বিএনপি সমর্থিত সাইবার কর্মী ও ব্লগারদের অতীত আন্দোলন-সংগ্রামে অবদানের কথা স্মরণ করে ফখরুল বলেন, ‘আমি সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।’
তিনি বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলো মানুষের ওপর ব্যাপক প্রভাব ফেলছে, পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমও তাদের জায়গায় শক্তিশালী। তবে বিএনপি এই সাইবার দুনিয়ায় দুর্বল, তা অকপটে স্বীকার করে তিনি বলেন, ‘আমাদের অনলাইন উপস্থিতি আরও শক্তিশালী করতে হবে। এই দায়িত্ব তরুণদের নিতে হবে।’
‘তারেক রহমান: বাংলাদেশ আশার নাম’ বইটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক যাত্রা, দূরদর্শী নেতৃত্ব, ১/১১ সময়কার অভিজ্ঞতা, রাজনৈতিক সংগ্রাম ও রাষ্ট্র নির্মাণের স্বপ্নচিত্র তুলে ধরা হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ফখরুল বলেন, ‘তিনি বিএনপিকে সঠিক পথে পরিচালনার প্রতীক, এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক আশার নাম।’