ছয় বন্ধুর পাঁচজন পেল জিপিএ ৫, আরেকজনের আত্মহত্যা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম
ছয় বন্ধুর পাঁচজন পেল জিপিএ ৫, আরেকজনের আত্মহত্যা

মানিকগঞ্জের শিবালয়ে জিপিএ ফাইভ না পাওয়ায় তানহা মুনতাজ প্রভা (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তার ঘনিষ্ঠ পাঁচ সহপাঠী জিপিএ ফাইভ পেলেও ওই শিক্ষার্থী না পাওয়ার ক্ষোভ থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১২ জুলাই) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার নিজ বাসার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থী তানহা নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। সে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় ৪.৯৪ পেয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, তানহা ওই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.৯৪ পেয়ে উক্তীর্ণ হয়। সে বরাবরই ক্লাস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে আসছিল। গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে তার বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ ৫ পায়। তবে তানহা তার কাঙ্ক্ষিত ফল না পেয়ে মনোকষ্টে ভুগছিল।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন বলেন, ‘নিহত তানহাসহ ওরা ৬ জন সহপাঠী একসঙ্গে চলাফেরা করত। তানহা বাদে প্রত্যেকেই এ প্লাস পেয়েছে। এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।’

এ ঘটনায় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বিষয়টি স্বাভাবিক একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।’