ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল!

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ জুলাই ২০২৫, ০৭:৫২ পিএম
ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল!

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন এক পরীক্ষার্থীর। এবার শুধু সেই গণিত পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল এসেছে তার। একই ধরনের সমস্যায় পড়েছে ওই প্রতিষ্ঠানের আরও ২০-২৫ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

নাজমুল ইসলাম নামের ভুক্তভোগী ওই পরীক্ষার্থী জানান, গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন তিনি। এবার আবারও গণিত বিষয়ে পরীক্ষা দেন। কিন্তু ফলাফলে গণিত, কৃষি ও ট্রেড-২—তিন বিষয়ে ফেল এসেছে তার। তাই নাজমুলের ভবিষ্যৎ নিয়ে তার পরিবার দুশ্চিন্তায় পড়েছে।

একই ধরনের জটিলতায় পড়েছে একই প্রতিষ্ঠানের আরও ২০-২৫ জন শিক্ষার্থী। ভুক্তভোগী পরীক্ষার্থীরা বলছেন, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও তিনি কোনো সমাধান দিতে পারছেন না।

টুটুল নামে আরেক শিক্ষার্থী জানায়, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল এসেছে।

একই সমস্যা নিয়ে পলিটেকনিক অফিসে যোগাযোগ করে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে, অন্য কয়েকজন শিক্ষক জানান, বিষয়টি নিয়ে তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা জানান, বিষয়টি কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। তিনি সমাধান করবেন। এজন্য শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করতে বলেন তিনি।