চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী খুন


সিলেটে চা দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে আহমদ রুমন (২২) নামের এক হোটেল কর্মচারীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর কাজিরবাজার এলাকায় একটি হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত রুমন দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শবদুলপুর গ্রামের মৃত তকলিছ আহমদের ছেলে। তিনি কাজিরবাজারের মাছবাজার সংলগ্ন নিরু বাবুর চায়ের দোকানে কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে এক যুবক চা খেতে ওই হোটেলে প্রবেশ করেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে হোটেল মালিক ও আশপাশের লোকজন বিষয়টি মীমাংসা করে দিলেও কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে দোকানে হামলা চালান।
একপর্যায়ে তারা রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোটেল মালিক নিরু মিয়া বলেন, ‘চা দিতে দেরি হওয়ায় এক যুবকের সঙ্গে রুমনের সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। আমরা বিষয়টি মিটিয়ে ফেলি। কিন্তু কিছুক্ষণ পর সেই যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রুমনের ওপর হামলা চালায়। আমি থানায় অভিযোগ দিতে এসেছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল বলেন, ‘আমরা অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’