মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা
রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ নম্বর এলাকার পানির ট্যাংকি সংলগ্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। এতে দলটির ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় এনসিপির একদল নেতাকর্মী পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান। সেখানে অবস্থানকালে একদল দুষ্কৃতিকারী হঠাৎ এনসিপি নেতাকর্মীদের ওপর চড়াও হয় এবং অতর্কিত হামলা চালায়।
হামলায় আহত ৬ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার রাতেই আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, ‘পিচ্চি কামাল’ নামে এক ব্যক্তির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।