আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কাল বিসিবির সভা
বেশকিছু বিষয় নিয়ে আগামীকাল (বুধবার) আবারও দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটির সভা হতে যাচ্ছে।
রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) বড় পরিবর্তন এসেছে। সভাপতি পদে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণসহ বেশ ব্যস্ততায় দেখা যাচ্ছে বিসিবির নতুন পর্ষদকে। নানা ঘটনায় আলোচিত দেশের ক্রিকেটও।
বুধবার বিকেল সাড়ে ৩টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি ভবনে হবে এই বৈঠক। ইতোমধ্যে বোর্ড পরিচালকদের জানানো সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক।
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর চতুর্থবারের মতো কাল বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। বিসিবির স্ট্যান্ডিং কমিটি, অধিনায়ক ইস্যুসহ, সাকিব আল হাসানের দেশের বাইরে খেলা নিয়ে এই বোর্ড সভায় সিদ্ধান্ত আসতে পারে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। যদিও তিনি এখনও বোর্ড পরিচালক পদে আছেন। পরে বিসিবি পরিচালকদের মধ্যে একে একে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাইমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকরা। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয় খালেদ মাহমুদ সুজনের নামটি।
জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। বাকিদের জায়গায় নতুন করে এখনও কেউ পরিচালক হননি।