মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা গ্রেপ্তার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা গ্রেপ্তার
শতদ্রু দত্ত ও মেসি। ছবি: সংগৃহীত
সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে তুলকালাম কাণ্ডের ঘটনায় মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হায়দরাবাদে যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, আয়োজনের অব্যবস্থাপনার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে এ ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শতদ্রুকে। এ বিষয়ে তিনি লিখিত আশ্বাসও দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজিব কুমার সংবাদ সম্মেলনে বলেন, আয়োজকদের দিক থেকে কোনো অব্যবস্থাপনার কারণে স্টেডিয়ামে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, শনিবার থেকে শুরু হয় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির তিন দিনব্যাপী ভারত সফর। লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলসহ আর্জেন্টিনা দলের তারকারা যুবভারতী স্টেডিয়ামে পৌঁছানোর পরপরই বিশৃঙ্খলার সূত্রপাত ঘটে। অভিযোগ রয়েছে, মন্ত্রী ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা মেসিকে ঘিরে ধরায় সাধারণ দর্শকরা তাকে ঠিকমতো দেখতে পাননি।

ক্যামেরা ও মোবাইল ফোন হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত ব্যক্তিরা। নিরাপত্তারক্ষীদের ঘেরাওয়ের কারণে গ্যালারিতে থাকা দর্শকদের দৃষ্টির আড়ালেই থেকে যান মেসি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। মোটা অঙ্কের টিকিট কেটে প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা।

একপর্যায়ে গ্যালারি থেকে বোতল ছোড়া, চেয়ার ভেঙে মাঠে নিক্ষেপ এবং ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলেও তা কার্যকর হয়নি। চরম উত্তেজনার মধ্যে নির্ধারিত সময়ের আগেই যুবভারতী স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি।

ঘটনার পর স্টেডিয়ামের নিরাপত্তা ও আয়োজন নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
 
বিপি/আইএইচ