ঢাকায় আসছেন শোয়েব আখতার

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
ঢাকায় আসছেন শোয়েব আখতার
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করতে আজ বাংলাদেশে আসছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতিক ফাহাদ জানান, শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করে কয়েকটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নেবেন। তবে বিপিএলের পুরো সময়জুড়ে তিনি ঢাকায় থাকবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

 ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে আগামী ২৭ ডিসেম্বর সিলেটে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

এদিকে বিপিএলের পুরো মৌসুমে অংশগ্রহণের জন্য নয়জন পাকিস্তানি ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ফলে তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন।

চলতি আসরে বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থাকায় সব পাকিস্তানি ক্রিকেটারের পুরো মৌসুম খেলা এখনো নিশ্চিত নয়।

বিপি/ এএস