মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
তিন দিনের সফরে ভারতে এসেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু কলকাতায় তার সফরের শুরুটা মোটেও সুখকর হয়নি। মেসিকে এক ঝলক দেখার আশায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হওয়া হাজার হাজার দর্শক হতাশায় ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। এই ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা নাগাদ যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান লিওনেল মেসি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পল। তবে মাঠে ঢোকার পরই আয়োজক, অতিথি ও কর্মকর্তাদের ভিড়ে কার্যত আড়াল হয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। দর্শকাসন থেকে তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।
এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফুটবলপ্রেমীরা। গ্যালারি থেকে ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান উঠতে থাকে। অভিযোগ, মন্ত্রী ও কর্মকর্তাদের ঘিরে ধরায় মেসির হাঁটার জায়গাটুকুও ছিল না। ক্যামেরা ও মোবাইল হাতে ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েন অনেকেই। নিরাপত্তার বেষ্টনীতে থাকা মেসিকে গ্যালারি কিংবা জায়ান্ট স্ক্রিন—কোনো জায়গাতেই ঠিকমতো দেখা যায়নি।
পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্ত মাইক্রোফোনে বারবার অনুরোধ জানান। তবুও দর্শকদের ক্ষোভ প্রশমিত হয়নি। সকাল ১১টা ৫২ মিনিট নাগাদ হঠাৎ করেই মেসিকে মাঠ থেকে বের করে নেওয়া হয়। এরপরই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
মোটা অঙ্কের টিকিট কেটে মাঠে এসেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে দর্শকরা গ্যালারির হোর্ডিং ভাঙচুর শুরু করেন। ভাঙা চেয়ার ও বোতল ছোড়া হয় মাঠের দিকে। এক পর্যায়ে ফেন্সিং ভেঙে বহু দর্শক মাঠে ঢুকে পড়েন। প্রথমে পুলিশ পরিস্থিতি সামলাতে হিমশিম খায়। পরে লাঠিচার্জ করে দর্শকদের গ্যালারিতে ফেরানো হলেও কিছুক্ষণের মধ্যেই তারা আবার মাঠে নেমে আসেন। তবে ততক্ষণে স্টেডিয়াম ছেড়ে চলে যান মেসি।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে তিনি স্টেডিয়ামে যাননি। পরে নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি দুঃখপ্রকাশ করে ক্ষমা চান।
মমতা লেখেন, “আজ স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য হাজার হাজার ক্রীড়াপ্রেমীর সঙ্গে আমিও অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম।”
তিনি আরও বলেন, “এই অনভিপ্রেত ঘটনার জন্য লিওনেল মেসি-সহ সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
একই সঙ্গে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেন তিনি। কমিটিতে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে সদস্য করা হয়েছে। এই কমিটি ঘটনার কারণ খতিয়ে দেখে দায় নির্ধারণ ও ভবিষ্যতে এমন ঘটনা রোধে সুপারিশ করবে।
শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সকল ক্রীড়াপ্রেমীর কাছে ক্ষমা চান।
বিপি/ এএস
