ঘরের মাঠে হেরে লজ্জার রেকর্ড গড়ল ভারত
ভারতের ঘরের মাঠে মোহালির মুল্লানপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫১ রানের বড় ব্যবধানে হেরে গেছে ভারত। এই হারের সঙ্গে জড়িত তিনটি লজ্জার রেকর্ড।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান তোলে, যেখানে কুইন্টন ডি কক ৪৬ বলে ৯০ রান করেন। পরে ভারত ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে অলআউট হয়। তিলক ভার্মার অর্ধশতকও দলের হারের ধাক্কা সামলাতে ব্যর্থ।
এর ফলে ভারত প্রথমবার ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ৫০ রানের বেশি ব্যবধানে হারে। এর আগে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা ইন্দোরে ৪৯ রানে জয় পেয়েছিল, ২০১৬ সালে নাগপুরে নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হারেছিল ভারত।
ম্যাচে ভারতের সব ১০ উইকেটই পেসারদের কাছে যায়, যা টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে প্রথমবারের ঘটনা। এছাড়া জসপ্রিত বুমরা ও অর্শদীপ সিং একসঙ্গে খেললেও ভারতের আগে কখনো হারের মুখ দেখেনি। এবার প্রথমবার এই জুটির উপস্থিতিতেও ভারত হেরে যায়।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে ভারতকে সর্বমোট ১৩ বার হারিয়েছে, যা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ১২টি জয়কে ছাড়িয়ে গেছে। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ১০টি করে জয় অর্জন করেছে ভারতের বিরুদ্ধে।
বিপি/ এএস
