মির্জা আব্বাস

একটা দল জান্নাতের টিকিট নিয়ে নেমেছে, ধর্মকে বিকৃত করে ভোট চাচ্ছে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
একটা দল জান্নাতের টিকিট নিয়ে নেমেছে, ধর্মকে বিকৃত করে ভোট চাচ্ছে
মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন,  একটা দল আছে যারা মওদুদীবাদী। এখন তারা মাঠে নেমেছে জান্নাতের টিকিট নিয়ে। ওদের ভোট না দিলে নাকি জাহান্নামে যেতে হবে। তারা বলে তারা নির্বাচনে হেরে গেলে নাকি কোরআন হেরে যাবে।
 
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর কমলাপুরে শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও উঠান বৈঠকে বক্তব্যকালে তিনি এসব কথা মন্তব্য করেন।
 
মির্জা আব্বাস বলেন,   ‘মওদুদীবাদী’ এই দলটি এখন ‘জান্নাতের টিকিট’ নিয়ে মাঠে নেমেছে।  ধর্মকে বিকৃত করে ভোট চাইছে। এরা নিজেদের মতো করে ‘নতুন ইসলাম’ বানাতে চায়।
 
তিনি আরও বলেন, ওরা শুধু পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য দিনকে কায়েম করার কথা লোগো থেকে সরিয়ে ফেলেছে। এরা এখন ধর্মকে বিকৃত করে ভোট চাচ্ছে।
 
বিএনপির এই নেতা বলেন, তারা ধর্মের ব্যবসায়ী, নিজেদের মতো করে নতুন ইসলাম বানাতে চায়। অন্য ধর্মকে উচ্চ আসনে বসিয়ে নিজ ধর্মকে খাটো করে ভোট চাইতে পারব না।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আনুষ্ঠানিক দোয়া না, সবাই নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন।’

চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাসের ব্যাপারে অনেকে বিএনপিকে দোষারোপ করে। বিএনপি কখনোই চাঁদাবাজ আর সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। কোনো অভিযোগ থাকলে আমাকে জানালে আমি ব্যবস্থা নেব।
 
বিপি/আইএইচ