২০২৬ ফুটবল বিশ্বকাপ

আর্জেন্টিনা-ব্রাজিলের প্রতিপক্ষ কারা

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এএম
আর্জেন্টিনা-ব্রাজিলের প্রতিপক্ষ কারা
বিশ্বকাপ ট্রফি। ছবি- সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ১৮৮ দিন আগে হয়ে গেল মূল পর্বের গ্রুপিংযুক্তরাষ্ট্রে এক জমকালো অনুষ্ঠানে নিজেদের গ্রুপ বুঝে পায় ৪৮ দল

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পারফর্মিং আর্টস ইনস্টিটিউটে ফিফা এই ড্র সম্পন্ন করে। যেখানে ৪টি করে দল নিয়ে করা হয়েছে ১২টি গ্রুপ। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে জি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। অন্যদিকে, ব্রাজিল আছে গ্রু সিতে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।

 

অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের গ্রুপ এইচ। তাদের সঙ্গে একই গ্রুপে আছেকেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।

এদিকে ড্র শেষে আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেছেন, অস্ট্রিয়া একটি শক্তিশালী দল। তারা বাছাই পর্বে দারুণ খেলেছে। আলজেরিয়ার প্রধান কোচকে আমি ভালোভাবেই চিনি, তাই জানি তারা কী ধরনের ফুটবল খেলে। তাদের বিরুদ্ধে লড়াই কঠিন হবে, কারণ দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণাত্মক মনোভাব বেশ প্রবল। সত্যি বলতে, জর্ডান সম্পর্কে আমার খুব পরিষ্কার কোনো ধারণা নেই

ব্রাজিল কোচ অ্যানচেলোত্তি বলেছেন, আমার মনে হয় বিশ্ব সুন্দর কিছু ম্যাচ দেখবে। ড্র তো ড্রই, এখানে সহজ দল বা গ্রুপ বলে কিছু থাকে না। আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা গ্রুপের শীর্ষে থাকার চেষ্টা করবো।

বিপ/ এএস