প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে প্রবাসীর মৃত্যু
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
সোনাইমুড়ী থানা। ছবি: সংগৃহীত
নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর গ্রামের রিয়াজ তার বাড়ির পাশে ধানের বীজতলা তৈরি করেন। ধানের বীজতলা রক্ষা করতে তিনি ইঁদুর মারার জন্য একটি বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। ভোরে প্রবাসী নুরুল হুদা ২ কেজি ধানের বীজতলা করতে গিয়ে দুর্ঘটনাক্রমে ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে বৈদ্যুতিক ফাঁদ পাতা রিয়াজ গা-ঢাকা দিয়েছেন।
নিহতের শ্যালক মো. পারভেজ আলম বলেন, আমার ভগ্নিপতি কাতার প্রবাসী ছিলেন। কিছু দিন আগে তিনি ওই দেশ থেকে একেবারে চলে আসেন। আগামী ১২ ডিসেম্বর নতুন করে তার সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল।
নিহতের শ্যালক মো. পারভেজ আলম বলেন, আমার ভগ্নিপতি কাতার প্রবাসী ছিলেন। কিছু দিন আগে তিনি ওই দেশ থেকে একেবারে চলে আসেন। আগামী ১২ ডিসেম্বর নতুন করে তার সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল।
বর্তমানে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দেবেন না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নিহতের পরিবার চাইলে মামলা করতে পারবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিপি/আইএইচ
