আর্জেন্টিনার কাছে পাত্তাই পেল না ব্রাজিল
ফুটবলের মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের দ্বৈরথ মানেই বাড়তি এক উন্মাদনা। সেই উন্মাদনার পারদ আরও তুঙ্গে উঠে যখন ক্রিকেটের ২২ গজের লড়াইয়েও মুখোমুখি হয় দুই দল৷ আর সেই লড়াইতেও যদি চিরপ্রতিদ্বন্দ্বীদের আর্জেন্টিনা উড়িয়ে দেয়, তাহলে তো ভক্তদের জন্য সেটি রীতিমতো ঈদের খুশির মতো বিষয়৷
আর তেমনই এক খুশি ভক্তদের উপহার দিল আর্জেন্টিনা৷ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ব্রাজিলকে তারা হারিয়েছে ২-০ ব্যবধানে৷ ৫ ম্যাচের সিরিজটির তিনটি ম্যাচই গিয়েছিল বৃষ্টির পেটে।
রোববার সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে মাঠে নেমেছিল দুই দল। এর ভেতর চতুর্থ ম্যাচটি আলবেসেলেস্তিয়ানরা জিতে নিয়েছে ৪৪ রানে৷ পঞ্চম ও শেষ ম্যাচটি বৃষ্টিতে হয় পণ্ড।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে স্বাগতিকরা। দলটির হয়ে ৪৬ রানের ইনিংস খেলেন টমাস রসসি। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৯ রানে গুটিয়ে যায় ব্রাজিল।
শেষ ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে আর্জেন্টিনা। এরপরই শুরু হয় বৃষ্টি। যার কারণে ব্যাটিংয়ে নামতে পারেনি ব্রাজিল। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা।
