বিপিএলের নিলামে কার খরচ কত?

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
বিপিএলের নিলামে কার খরচ কত?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় নিলাম গতকাল শেষ হয়েছে। এবার সরাসরি তারকা ক্রিকেটারদের উপস্থিতি কম থাকলেও, দেশি ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে দল গোছালো ছয়টি ফ্র্যাঞ্চাইজি। নিলামে প্রতিটি দলই তাদের নির্ধারিত বাজেট থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ খরচ করেছে।

দলগুলো দেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা খরচ করার অনুমতি পেলেও, কোনো দলই সম্পূর্ণ বাজেট ব্যবহার করেনি। দেশি খেলোয়াড় কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছে রংপুর রাইডার্স, যারা ১২ জন ক্রিকেটারকে দলে নিতে মোট ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয় করেছে।

অন্যদিকে, আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস স্থানীয় ক্রিকেটারদের জন্য সর্বনিম্ন ২ কোটি ৬৩ লাখ টাকা খরচ করেছে।

এক নজরে দলগুলোর দেশি ক্রিকেটার কেনার খরচ:

ফ্র্যাঞ্চাইজি

দেশি খেলোয়াড় (সংখ্যা)

মোট খরচ (টাকায়)

রংপুর রাইডার্স

১২

৪ কোটি ১৬ লাখ

চট্টগ্রাম রয়্যালস

১২

৩ কোটি ৮৭ লাখ

রাজশাহী ওয়ারিয়র্স

১২

৩ কোটি ৮১ লাখ

ঢাকা ক্যাপিটালস

১২

৩ কোটি ৩৮ লাখ

সিলেট টাইটানস

১২

২ কোটি ৭৪ লাখ

নোয়াখালী এক্সপ্রেস

১২

২ কোটি ৬৩ লাখ

বিদেশি ক্রিকেটার কেনার ক্ষেত্রে প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলারের সীমা ছিল। তবে এই ধাপেও ফ্র্যাঞ্চাইজিরা বেশ সতর্ক ছিল। বিদেশি ক্রিকেটার কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করেছে ঢাকা ক্যাপিটালস, যারা ৩ জন ক্রিকেটারকে নিতে ৭৫ হাজার ডলার ব্যয় করেছে।

বিপরীতে, নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স কেউই ৫০ হাজার ডলারের কোটাও অতিক্রম করেনি।

নিলামে মোট ৪১৫ জন ক্রিকেটারের (১৫৮ জন দেশি ও ২৫৭ জন বিদেশি) নাম ছিল। সরাসরি চুক্তির বাইরে ফ্র্যাঞ্চাইজিগুলো নিলাম থেকে মোট ৮৪ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।

নিলামে অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মান যেমন দেখা গেছে, তেমনি অনেক তরুণ প্রতিভার পেছনেও অর্থ ব্যয় করা হয়েছে। তবে নিলামের বাধ্যতামূলক নিয়মের কারণে কিছু নাটকীয়তাও তৈরি হয়। ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরি থেকে দুজন ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে দলে নেওয়ার নিয়মের কারণে নোয়াখালী এক্সপ্রেস শেষ মুহূর্তে জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে দলে নিতে বাধ্য হয়।