বিপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এই নিলামে ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দমতো দল গঠন করেছে। তবে নিলাম শেষে একাধিক তারকা ক্রিকেটারের ভাগ্যে জুটেনি কোনো দল।
নিলাম টেবিলে অবিক্রিত থেকে গেছেন বহু পরিচিত বিদেশি ও দেশি ক্রিকেটার। পাকিস্তানের আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিমের মতো ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডারসে ও চামিকা করুনারত্নেও অবিক্রিত রয়েছেন।
এ ছাড়া দীনেশ চান্দিমাল, ওয়েন পার্নেল, শান মাসুদ, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা, শোয়েব মালিকের মতো পরিচিত নামও দল পাননি। বিপিএলের নিয়মিত মুখ রবি বোপারা ও সামিত প্যাটেলের প্রতিও এবার কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।
আইপিএলজয়ী ভারতীয় ক্রিকেটার পীযুষ চাওলা নিলামে নাম নিবন্ধন করলেও তাকেও দলে ভিড়ায়নি কোনো দল।
এবারও দল পাননি জশ লিটল, জর্জ মানসি, জর্জ ডকরেল, অভিষকা ফার্নান্দো, উসামা মীর, মোহাম্মদ হাসনাইন, জামান খান, ডমিনিক ড্রেক্স, কিমো পল, কিসি কার্টি, জনসন চার্লস, আহমেদ শেহজাদ ও রাহকিম কর্নওয়ালের মতো পরিচিত বিদেশি ক্রিকেটাররা। এছাড়া নাজিবউল্লাহ জাদরান, সাউদ শাকিল, হাশমতউল্লাহ শহিদি, আলী খান, হ্যারি টেক্টর, ওশান থমাস, রিচার্ড এনগারাভা, আসিফ আলী, সন্দীপ লামিচানে, শাহনেওয়াজ দহানি ও আকিফ জাভেদের দিকেও তাকায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পল স্টার্লিং, কার্টিস ক্যানফার ও রায়ান বার্লও অবিক্রিত রয়েছেন।
দেশি ক্রিকেটারদের মধ্যেও বহু পরিচিত মুখ কোনো দল পাননি। তালিকায় আছেন—মুনিম শাহরিয়ার, সাদমান ইসলাম অনিক, নাহিদুল ইসলাম, অমিত হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, আনিসুল ইমন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম ইসলাম, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল গালিব, তানবির হায়দার, মেহেদী মারুফ, নাবিল সামাদ, রায়ান রাফসান রহমান, অভিষেক দাস ও রুবেল হোসেন। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও এবার কোনো ফ্র্যাঞ্চাইজির পছন্দের তালিকায় আসতে পারেননি।
