সালাহউদ্দিন আহমদ
শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্থায়ী কমিটির অন্যান্য বৈঠকের মতোই নিয়মিত বৈঠক হয়েছে আজ। তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডা. এ জেড এম জাহিদ কথা বলবেন বলেই জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
এর আগে এদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বাংলাদেশি নেত্রীর চিকিৎসার যেকোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন।
